শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে চকিদার সহ সাত জুয়ারী আটক ও অর্থ দণ্ড
লালমোহনে চকিদার সহ সাত জুয়ারী আটক ও অর্থ দণ্ড
লালমোহন বিডিনিউজ : লালমোহনে চকিদার সহ সাত জুয়ারীকে আটক করেছে লালমোহন থানা পুলিশ ।
লালমোহন পশ্চিমচর উম্মেদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বেতুয়া সংলগ্ন মজিদ দালাল বাড়ির সামনে খাল পাড়ের কাদিরের ঘরে জুয়ার আসর থেকে ৮নং ওয়ার্ড চকিদার মার্সল সহ সাহাবুদ্দিন ,নুরে আলম ,নসু , ফরিদ ,রহিম,ও সাহাবুদ্দিন ২ কে আটক করে লালমোহন থানায় নিয়ে আসে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার রাত ১২টায়
লালমোহন থানার এ এস আই মাসুদ ,এ এস আই দেলোয়ার, এ এস এই ইউসুফ সহ সঙ্গীয় ফোর্স সহ তাদের গ্রেফতার করে । পরে শুক্রবার দুপুর ১২ টায় তাদের সবাই কে মোবাইল কোট এর মাধ্যমে দুইশত টাকা করে অর্থ দণ্ড সাজা প্রধান করা ।