বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ - নিহত ১
লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ - নিহত ১
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে ওলিউল্লাহ ভুট্রু (৩৫) নামে ১জন নিহত হয়েছে ।
উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন ১ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনাটি ঘটে । নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গত মঙ্গলবার ফরাজগঞ্জ ইউনিয়ন ১ নং ওয়ার্ড বেড়ির মাথা এলাকার হোসেন মেস্তুরীর ছেলে ভুট্রুর সাথে একই এলাকার মোঃ ইসলাম মিয়ার ছেলে আলনের সাথে উভয় পরিবারের ছোট বাচ্চাদের খেলাধুলার সময়ের ঝগড়া কে কেন্দ্র করে সংঘর্ষের সুত্রপাত হয় । সংঘর্ষের এক পর্যায়ে মোঃ আলন (৩০) প্রতিপক্ষ ওলিউল্লাহ ভুট্রুর অন্ডকোষে লাথি মারে । এতে ওলিউল্লাহ ভুট্রু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে । পরবর্তীতে তার জ্ঞান ফিরে এলে ভুট্ররু অন্ডকোষে ব্যাথা অনুভব করায় স্থানীয় ফার্মেসী থেকে ঔষধ নেয় । কিন্তু ধীরে ধীরে তার ব্যাথা প্রচন্ড আকার ধারন করায় বুধবার তার পরিবার তাকে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে বৃহস্পতিবার ভোর ৬.৩০ মিনিটে তার মৃত্যূ হয় ।
অপরদিকে ভুট্রুর মৃত্যূর সংবাদ শুনে এলাকাবাসী আলন কে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করে ।
এ ব্যাপারে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার বিকেল ৪টার সময় ভুট্রুর পরিবার তাকে হাসপাতালে ভর্তি করেন । এসময় ভুট্রু তার বুকে ও পেটে প্রচন্ড ব্যাথা করছে বলে জানালে আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করি । অবশেষে বৃহস্পতিবার ভোর ৬.৩০ মিনিটে তার মৃত্যূ হয়।
এ ব্যাপারে লালমোহন থানা ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন । মামলা নং ২৩ তারিখ ২৫-০৮-১৬ ।