লালমোহনে ইয়াবাসহ ২ জন আটক
লালমোহন বিডিনিউজ : লালমোহনে ১০ পিজ ইয়াবা সহ ২ জনকে আটক করেছে লালমোহন থানা পুলিশ ।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা সময় উুপজেলার কালমা ইউনিয়ন ৪নং ওয়ার্ড চর ছকিনা বেপারী বাড়ির সামনে থেকে অত্র এলাকার মৃত ইউনুছ বেপারীর ছেলে সাহাবুদ্দিন-(৩৫) ও বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকার শীতল চন্দ্র সাহার ছেলে সুজন চন্দ্র সাহা-(৩৮) নামের দুজন কে আটক করা হয় । এসময় আটককৃতদের কাছ থেকে ১০ পিজ ইয়াবা উদ্ধার করা হয় ।