মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে স্কুল- মাদ্রসার গ্রীস্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠান
লালমোহনে স্কুল- মাদ্রসার গ্রীস্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠান
লালমোহন বিডিনিউজ , মিজানুর রহমান লিপু: লালমোহনে স্কুল-মাদ্রাসার গ্রীস্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনূষ্ঠিত হয়েছে। গতকাল লালমোহন শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার নির্বাহী অফিসার সামছুল আরিফ।অনুষ্ঠানে বালিকাদের ফুটবল প্রতিযোগিতায় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান ও আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয় রানার আপ ।ফুটবল (বালক) তে আৎ হান্নান মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান, ও লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় রানার আপ হয়ে প্রধান অতিথির কাছ থেকে পুরষ্কার গ্রহন করেন। এছাড়াও কাবাডি ও সাতার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করেন। অনূষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মোঃ ফকরুল আলম হাওলাদার , আরো উপস্থিত মহিলা ভাইস চেয়ারম্যানান মাসুমা খানম ,পৌর আওয়ামীলীগ সম্পাদক বাদল পঞ্চায়েত ,৭নং ওয়ার্ড কা্উন্সিলর ও ক্রীয়া সংস্থার সম্পাদক জাহিদুল ইসলাম নবীন ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সহ বিভিন্ন অতিথি বৃন্দু।