ভোলায় চরের মালিকানা নিয়ে উত্তজনা
ভোলা সংবাদদাতা : ভোলার দৌলতখান উপজেলার নদীতে বিলীন বিলুপ্ত ইউনিয়ন চর নেয়ামতপুরের প্রায় ৩ হাজার একর জমির মালিকানা ও দখল নিয়ে চলছে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা। ওই চরের পৈত্রিক মালিকনা দাবি করে আলহাজ ফেরদৌস আহমেদ গ্রুপ ও অপর ভূমিহীন কৃষকদের নেতা আবদুল কাইয়ুম গ্রুপ সরকারের খাস জমি বন্দোবস্ত নিয়ে মুখোমুখি অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভূমিহীন কৃষকদের গ্রুপ সাংবাদিক সম্মেলন করে তাদের ওই জমির প্রকৃত মালিক নিজেদের দাবি করে তাদের জমি বুঝিয়ে দেয়ার দাবি জানান। অন্যদিকে, ২ দিন আগে ওই চরের বসবাসকারী ফেরদৌস গ্রুপ পৈত্রিক মালিকানা দাবি করে বিক্ষোভসহ মানববন্ধন করেছে। তবে স্থানীয়দের অভিযোগ যে দল ক্ষমতায় আসে সে দলের প্রভাবশালীরা ওই ভোগদখল করে। জমির মালিক বা বন্দোবস্তপ্রাপ্ত বঞ্চিত হয়। অথচ ওই চর নিয়ে আদালতে হাইকোর্টে মামলাও চলছে। উভয়পক্ষই তাদের জমি ফেরত পেতে মরিয়া হয়ে ওঠেছে। কেউ ছাড় দিতে নারাজ। যে কোন সময় রক্তক্ষয়ী সংর্ঘষের আশঙ্কা রয়েছে। অপরদিকে, এ পরিস্থিতিতে উত্তেজনা নিরসনে দৌলতখান ইউএনও মোস্তাফিজুর রহমান ওই চরে বন্দোবস্ত পাওয়া কাউকে না যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানান।