
রবিবার, ২১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ফ্রিজ মেকানিক আলীকে কুপিয়ে জখম
লালমোহনে ফ্রিজ মেকানিক আলীকে কুপিয়ে জখম
লালমোহন বিডিনিউজ ,লালমোহন প্রতিনিধি: বসত বাড়ীর জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে লালমোহনে এক ফ্রিজ মেকানিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ডের হামিদ হাওলাদার বাড়ীর মৃত নুরুজ্জামান ডাক্তার ও তার চাচাতো ভাই মোসলেহ উদ্দিন কালুর বসত ভিটার বিরোধ দীর্ঘদিনের। এই বিরোধকে কেন্দ্র করে গত ১৬ আগস্ট মঙ্গলবার মধ্যরাতে আপন চাচাতো ভাই ফ্রিজ মেকানিক মোঃ আলীকে বাসায় ফেরার পথে গতিরোধ করে নৃশংস হামলা চালায় লালমোহন আঁখি স্টুডিওর কর্মচারী জালাল আহাম্মেদ নেজু ও তার সহযোগীরা। গুরুতর আহত মো.আলী উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রত্যক্ষদর্শী ও ঘটনার বিবরণে প্রকাশ, ১৬ আগস্ট সারাদিন লালমোহন পৌর ভবন সংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশ রেফ্রিজারেটরে কর্মব্যস্ত দিন পার করে রাত ১১টায় পৌর শহরের দত্ত পাড়া হয়ে বাড়ী ফেরার পথে পূর্ব থেকে পরিকল্পিত ভাবে ওত পেতে থাকা সন্ত্রাসী জালাল আহমেদ ওরফে হেজু বাহিনীর সশস্ত্র হামলায় আক্রান্ত হয় মো. আলী। সূত্র মতে খুনের উদ্দ্যেশ্যেই ধারালো চাপাতিসহ হেজু এবং তার দলবল ঘিরে ফেলে বাড়ি অভিমুখী মোঃ আলীকে। পৌরসভা ৬নং ওয়ার্ডে আঁখি স্টুডিও সংলগ্ন দক্ষিণমুখী পাকা রাস্তায় চোখের পলকে সংঘটিত হয় খুনের উদ্দ্যেশে এই হামলা। উপর্যুপরী চাপাতির কোপে মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মক ভাবে জখম হয় ফ্রিজ মেকানিক মোঃ আলীর। এসময় মোঃ আলীর সাথে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। এক পর্যায়ে পথচারীরা গুরুতর আহত তাকেকে সংজ্ঞাহীন অবস্থায় লালমোহনে হাসপাতালে পৌছে দিলেও অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাক্তাররা তাকে দ্রুত বরিশালে রেফার করে। ঘটনার পরদিনেই ভিক্টিমের ছোট ভাই মোঃ আবদুল্যাহ বাদী হয়ে লালমোহন থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রধান আসামী হেজু গ্রেফতার হয়নি। আঁখি স্টুডিওর কর্মচারীর বেশে লালমোহনের এ ভয়ানক ঘাতক জালাল আহাম্মেদ হেজু এবং তার দলবলের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার দাবি করেছে এলাকাবাসী।