
শনিবার, ২০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
লালমোহনে জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
লালমোহন বিডিনিউজ ,সিরাজ মাসুদ : ভোলার লালমোহনে ৫ম শ্রেনীর মেধাবী ছাত্র জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র/ছাত্রীরা । শনিবার বিকেলে উপজেলার রমাগগঞ্জ ইউনিয়নের উত্তর পশ্চিম চর উমেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধনে ছাত্র/ছাত্রীরা তাদের বিদ্যালয়ের মেধাবী ছাত্র জিহাদ হত্যার ন্যায় বিচার দাবি করে হত্যা কান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন।
জিহাদ গত ১৮ আগষ্ট বিদ্যালয়ের অধ্যায়নরত অবস্থায় পাশ্চবর্তী রবিউলের চালের মিলে প্রবেশ করলে মিল মালিক রফিউল তাঁকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে । পরে বিদ্যালয়েল শিক্ষকরা উদ্ধার করে প্রথমে লালমোহন হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জিহাদকে বরিশালে প্রেরণ করলে সেখানে তার মৃত্যৃ হয়।
জিহাদের মৃত্যুর খবর এলাকায় ছড়িরে পরলে আকাশ বাতাস ভারি হয়ে উঠে। এদিকে জিহাদরে মৃত্যুর খবর শুনার পর ঘাতক রফিউল আত্বগোপন রয়েছে।
এই ঘটনায় জিহাদরে বাবা আবুল কালাম বাদী হয়ে লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ২০ তারিখ ১৯/৮/১৬ ।
জিহাদ রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড রাজ মিস্ত্রী আবুল কালামের ছেলে ।