শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় ৭ জেলে ট্রলারে জলদস্যুদের হামলা, ২ জেলে গুলিবিদ্ধ, অপহরনের ১২ ঘন্টা পর মুক্তিপনে ৬ জেলে মুক্ত
মনপুরায় ৭ জেলে ট্রলারে জলদস্যুদের হামলা, ২ জেলে গুলিবিদ্ধ, অপহরনের ১২ ঘন্টা পর মুক্তিপনে ৬ জেলে মুক্ত
লালমোহন বিডিনিউজ ,সীমান্ত হেলাল, মনপুরা : মনপুরার মেঘনায় ইলিশ শিকারের সময় ৭ টি জেলে ট্রলারে হামলা চালিয়েছে হাতিয়ার দস্যু বাহিনী। এতে দস্যুদের ছড়া গুলিতে ২ জেলে আহত হয়েছে। এছাড়াও অপর ৬ জেলেকে অপহরন করে নিয়ে যায় হাতিয়ার জলদস্যুরা। আহত ২ জেলেকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
জলদস্যুদের হামলার ঘটনা নিশ্চিত করেছেন অপহৃত জেলেদের আড়তদার আলমগীর মেম্বার ও গুলিবিদ্ধ জেলেদের আড়তদার টিটু ভূইয়া। এছাড়াও অপহৃত জেলেদের জনপ্রতি ৩০ হাজার টাকা মুক্তিপন দাবী করেছে বলে নিশ্চিত করেছে আড়তদাররা।
মনপুরা থানার ওসি শাহীন খান জলদস্যুদের হামলার ঘটনা সত্যতা যায়যায়দিনকে নিশ্চিত করেন।
পুলিশের পক্ষ থেকে অপহৃত জেলেদের উদ্ধারে অভিযানের কথা বললেও উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে বিকেল সাড়ে ৩ টায় ৬ জেলেকে অপহরনের ১২ ঘন্টা পর মুক্তিপনের বিনিময়ে মুক্ত করা হয় বলে নিশ্চিত করেছেন অপহৃত জেলেদের আড়তদাররা। অপহৃত জেলেদের মুক্ত করতে দস্যুদের বিকাশের মাধ্যমে জনপ্রতি ২০ হাজার টাকা করে এক লক্ষ ২০ হাজার টাকা মুক্তিপন দেওয়া হয়েছে বলে জানা যায়।
১৯ আগস্ট শুক্রবার ভোর রাত সাড়ে ৩ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের উত্তর পাশের বদনার চর সংলগ্ন মেঘনায় ইলিশ শিকারের সময় জলদস্যুরা এই হামলা চালায়।
জলদস্যুদের ছড়া গুলিতে আহত দুই জেলে হলেন, মনির ও সালাউদ্দিন। এদের বাড়ি মনপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে আন্দিরপাড় গ্রামে। এক ট্রলারের দুই জেলে টিটু ভূইয়ার আড়তের জেলে।
আলমগীর মেম্বারের গদি ঘরের অপহৃত জেলেরা হলেন, বেচু মাঝি, নেছার মাঝি, বশর সিকদার, ফারুক মাঝি, জাহাঙ্গীর মাঝি, অপর ট্রলারের জাফর মাঝি ছাবিদ ভূইয়া আড়দের। এদের সবার বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের আন্দিরপাড় ও কূলাগাজী তালুক গ্রামে।
ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাত সাড়ে ৩ টায় বদনারচর এলাকায় মেঘনায় ইলিশ শিকারে গেলে দেশীয় অস্ত্র সজ্জিত হাতিয়ার জলদস্যু রুবেল, আরিফ ও কৃষ্ণা বাহিনী জেলে বেচু মাঝি, নেছার মাঝি,বশর সিকদার, ফারুক মাঝি, জাহাঙ্গীর মাঝি ও জাফর মাঝির ট্রলারে হামলা চালায়। এই সময় জলদস্যুরা জেলেদের এলাপাতাড়িভাবে মারতে থাকে। একপর্যায়ে জলদস্যুরা ৬ জেলে ট্রলারে থাকা ইলিশসহ ৬ মাঝিকে অপহরন করে হাতিয়ার গহীন বনে নিয়ে যায়। অন্যদিকে বদনারচর সংলগ্ন মেঘনায় ইলিশ শিকারের সময় মনির মাঝি জলদস্যুদের উপস্থিতি টের পেয়ে দ্রুত মনপুরার দিকে চলে আসার সময় জলদস্যুরা তাড়া করে গুলি ছুড়ে। এতে জলদস্যুদের ছড়া গুলিতে পায়ে গুলিবিদ্ধ হয় মনির মাঝি ও সিনায় গুলিবিদ্ধ হন সালাউদ্দিন মাঝি।