বুধবার, ১৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজের সাথে শিওর ক্যাশের চুক্তি
বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজের সাথে শিওর ক্যাশের চুক্তি
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি :শিক্ষার্থীদের ফি প্রদানের সুবিধার্থে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহি সরকারি আব্দুল জব্বার কলেজের সাথে রুপালী ব্যাংক ও শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং’র যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষের কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির আওতায় ওই কলেজের প্রায় দেড় হাজারেরর বেশী শিক্ষার্থীদের অভিভাবরা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই তাদের সন্তানদের মাসিক বেতনসহ অন্যান্য ফি পরিশোধ করতে পারবেন বলে জানান প্রতিষ্ঠান দু’টির কর্মকর্তারা। কলেজে অধ্যক্ষ মো: আবুল কাশেম, রুপালী ব্যাংক লিমিটেড বোরহানউদ্দিন শাখার ব্যবস্থাপক ,শিওর ক্যাশের এরিয়া ম্যানেজার, স্থানীয় ডিষ্টিবিউটর প্রভাষক মো. শিহাবুদ্দীনসহ কলেজের অন্যন্য শিক্ষদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষরের পর আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ মো. আবুল কাশেম লালমোহন বিডিনিউজের কাছে প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এখন থেকে কলেজের বেতন ভাতার সমস্ত লেনদেনের জন্য শিওর ক্যাশের পূর্নাঙ্গ অন লাইন ডিজিটাল পেমেন্ট সিষ্টেম ব্যবহার করবে। এর ফলে ক্লাসের মুল্যবান সময় ব্যয় করে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায় করার প্রয়োজন হবেনা। এতে শিক্ষক, শির্ক্ষাথী ও অভিবাবক সবারই সময় বাঁচবে এবং ভোগান্তি কমবে বলে তিনি মনে করেন ।