রবিবার, ১৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে সিঙ্গার কোম্পানীর ম্যানেজারের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ
চরফ্যাসনে সিঙ্গার কোম্পানীর ম্যানেজারের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন প্রতিনিধি:চরফ্যাশন সদর বাস স্ট্যান্ডে অবস্থিত সিঙ্গার কোম্পানীর শাখা অফিসের ম্যানেজার রণি বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, দীঘ দিন দরে পরকীয়ায় জড়িয়ে এক প্রবাসীর স্ত্রীকে ফুসলিযে পালিয়ে গিযেছে।এ ঘটনায় ওই প্রবাসীর পিতা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় চরফ্যাশন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গার কোম্পানীর চরফ্যাশন শাখা ব্যবস্থাপক মামুন হাওলাদার রণি গত ৬ আগস্ট সকাল ৭টার সময় চরমাদ্রাজ ইউনিয়নের পূর্বমাদ্রাজ গ্রামের জৈনক ব্যক্তি (ওমান) প্রবাসীর স্ত্রীকে নিয়ে অজানা পথে পাড়ি জমায়। বিষয়টি নিয়ে এলাকায় কয়েকদিন কানাঘুষা পর অবশেষে পাড়ি জমানোর বিষয়টি নিশ্চিত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মামুন চরফ্যাশন পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডে টিভি মাধ্যমিক বিদ্যালয় সড়ক সংলগ্ন বাসায় পরিবার (স্ত্রী-সন্তান) নিয়ে বাসা ভাড়া থাকেন। বরিশাল কাউনিয়া এলাকায় থাকায় বিবাহিত স্ত্রীর সংসার জীবনে রাতুল (৮) বছরের সন্তান রয়েছে। তার গতিবিধি পূর্ব থেকে ভালো ছিলনা বলে স্থানীয় একাধিক ব্যাক্তি জানান।
এদিকে ৬ বছর পূর্বে চরমাদ্রাজ ইউনিয়নের পূর্ব মাদ্রাজ গ্রামের জৈনক ব্যাক্তির প্রবাসী ছেলের সাথে পৌর সভা ৪ নম্বর ওয়ার্ডের জৈনক ব্যক্তির কন্যার সাথে ৬০ হাজার টাকা দেনমহরে ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ সম্পন্ন হয়। তাদের সংসার জীবনে সাদিয়া (৪) নামক সন্তান রয়েছে। তারা অজানা পথে পাড়ি দেওয়ার কথা শুনার পর থেকে বিষয়টি নিয়ে এলাকায় নানান গুণজন চলছে।
নাম প্রকাশ না করার শর্তে সাবেক সিঙ্গারের এক কর্মচারী জানান, রণি লোক হিসাবে সুবিধার মনে নয়। ঘন্টার পর ঘন্টায় বিভিন্ন মহিলাদের সাথে মোবাইল ফোনে কথা বলত। এই ব্যাপারে অভিযুক্ত সিঙ্গার কোম্পানীর চরফ্যাশন শাখা ম্যানেজার রনি‘র সাথে আলাপ করলে তিনি সঠিক কোন উত্তর দিতে পারেনি।
সিঙ্গার কোম্পানীর ডিষ্ট্রিক ম্যানেজার মো.হাসান সাথে আলাপ করলে তিনি জানান, তাকে শনি ও রবি দু‘দিনের মৌখিক ছুটি দেয়া হয়েছে। পৌর সভার ৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর আক্তারুল আলম সামুর জানান, মহিলা আমাকে ফোন দিয়ে বলেছে আমি একটা ভূল করেছি। প্রবাসী স্ত্রীর ফলেই এই ঘটনা গুলো ঘটে থাকে। চরফ্যাশন থানার ডিউটি অফিসার নজরুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয় বলে জানান।