চরফ্যাশনে বৃক্ষ মেলার উদ্বোধন
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলজ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ওষুধি গাছের চারা রোপন করে মেলার উদ্বোধন করেন পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। উপজেলা কৃষি অধিদপ্তর এই মেলার আয়োজন করেছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন ও কৃষি কর্মকর্তা মনতোষ সিকদার। সভা পরিচালনা করেন কৃষি অফিসের কর্মকর্তা ছানাউল্যাহ আজম। মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে কয়েকটি স্টল দেয়া হয়েছে। এসব স্টলে নানান প্রজাতির বৃক্ষের চারা শোভা পাচ্ছে। মেলা উপলক্ষে উপজেলা কৃষি অধিদপ্তর কৃষকের মাঝে বিনামূল্যে ওষুধি, ফজল এবং ভেজষ বৃক্ষের চারা বিতরণ করছে।