শুক্রবার, ১২ আগস্ট ২০১৬
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরার সেই ইলিশ এখন প্রধানমন্ত্রীর দফতরে
মনপুরার সেই ইলিশ এখন প্রধানমন্ত্রীর দফতরে
লালমোহন বিডিনিউজ ,মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরার মেঘনায় ধরা পড়া ৩ কেজি ২ শত গ্রামের ইলিশ মাছটি এখন প্রধানমন্ত্রীর দফতরে। ১০ই আগস্ট বুধবার রাতে আকতার মাঝির জালে ধরা পড়া ইলিশ মাছটি রামনেওয়াজ বাজার মৎস্য ব্যাবসায়ী কোরবান আলী ব্যাপারী মাছটি সর্বোচ্চ দাম ১২ হাজার ২শত টাকা দিয়ে ক্রয় করেন। মাছটি কেনার পর কোরবান আলী ব্যাপারী মনের আশা ইলিশ মাছটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দিবেন বলে আশা ব্যক্ত করেন।
সতিই তা বাস্তবে রুপ নিয়েছে। কোরবান আলীর মনের আশা পুরণ হয়েছে। শুক্রবার গণভবনে গিয়ে প্রাধনমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখর হাতে মাছটি পৌছিয়ে দেন তিনি। প্রধানমন্ত্রীর পক্ষে মাছটি গ্রহণ করেন সাইফুজ্জামান।
কোরবান আলী ব্যাপারী বলেন, এত বড় ইলিশ মাছ আমার জীবনে প্রথম দেখেছি। আমি সর্বোচ্চ দাম দিয়ে মাছ টি কিনেছি। আমার একটি স্বপ্ন মনপুরার মেঘনায় পাওয়া বড় ইলিশ মাছটি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দিতে পেরে আজ আমি সত্যিই আনন্দিত। এটি মনপুরা বাসীর জন্য সুখবর।’
এসময় মনপুরার মৎস্য ব্যবসায়ী হারুন পাটোয়ারী ও ধারাবাস্যকার আনোয়ার হোসেন কবির উপস্থিত ছিলেন।
ঘাটের আড়তদার আলমগীর মেম্বার বলেন বিগত ২৫ বছরে এত বড় ইলিশ মাছ তারা দেখেনি। পুরানো এই ইলিশ মাছ দেখে সবাই হতবাক হয়েছি।
মৎস্য অফিসার মো. শামসুর রহমান বলেন,এত বড় ইলিশ মাছ আমি এই প্রথম দেখলাম। তবে সাগরে আরো বড় মাছ থাকতে পারে।