
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » শশীভূষণে ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা
শশীভূষণে ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা
লালমোহন বিডিনিউজ ,কামরুজ্জামান শাহীন,চরফ্যাসন:ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা সদরে এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা।বিদ্যালয়টি নির্মাণের কয়েক বছর পর থেকেই ভবনটির ছাদ থেকে ইট-সুড়কি ভেঙ্গে পড়ে। এরই মধ্যে দুই দুই বার ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। অথচ সেখানেই ঝুঁকি নিয়ে দিব্যি ক্লাস করছে কর্তৃপক্ষ।বার বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিদ্যালয়টির জন্য নতুন ভবন নির্মাণ ও সমস্যাগুলোর সমাধানে উদ্যোগ নেয়ার জন্য আবেদন করলেও কোনো ফল পাওয়া যায়নি বলে অভিযোগ করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো.কামাল হোসেন।বিদ্যালয়টির নবম শ্রেণির এক ছাত্র জানায়, ঝড়-বৃষ্টি আসলেই তাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়। বৃষ্টিতে ছাদ থেকে শ্রেণিকক্ষে পানি পড়ে। বই খাতা ভিজে যায়। মাঝে মাঝে ইট ও প্লাস্টার খসে পরে।বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো.কামাল হোসেন জানান, ভবনসহ বিভিন্ন সমস্যার কথা কর্তৃপক্ষকে লিখিতভাবে বারবার জানানো হয়েছে। এখন পর্যন্ত অবকাঠামোর উন্নয়ন ও সমস্যাগুলোর সমাধানের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালামগীর আলম বলেন, বিদ্যালয়টির বেশির ভাগের অবকাঠামো অনেক দুর্বল ও ঝুঁকিপূর্ণ। বিদ্যালয় অবকাঠামোসহ নানা সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শিগগিরই এসব সমস্যার সমাধান করা হবে।