বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে জমিয়াতুল মোদাররেছীনের জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন
তজুমদ্দিনে জমিয়াতুল মোদাররেছীনের জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন
লালমোহন বিডিনিউজ ,তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে মাদ্রাসা শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মোদাররেছীন দেশ ব্যাপী সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানব বন্ধনের আয়োজন করেছে। গতকাল বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার ১৫টি মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষকরা উপজেলা চত্তর থেকে ডিগ্রী কলেজ পর্যন্ত দীর্ঘ প্রায় ২ কিঃ মিঃ মানববন্ধনে অংশ নেয়। পরে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধনে অংশ নিয়ে একাট্টা প্রকাশ করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ অহিদউল্যাহ জসিম, উপজেলা আ’লীগ সম্পাদক আলহাজ্জ ফজলুল হক দেওয়ান, জমিয়াতুল মোদাররেছীন সভাপতি অধ্যক্ষ মাওঃ সালাউদ্দিন, সাধারন সম্পাদক অধ্যক্ষ মাওঃ কামাল মাহমুদ, যুগ্ন সম্পাদক অধ্যক্ষ মাওঃ হাবিবুর রহমান, অধ্যক্ষ মাওঃ আইয়ুব আলী, অর্থ সম্পাদক অধ্যক্ষ মাওঃ আঃ আলিম, মাওঃ আঃ হালিম জাহাঙ্গীর প্রমখ।