বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে এক ইউপি সদস্যের সেচ্ছাশ্রমে রাস্তা মেরামত
তজুমদ্দিনে এক ইউপি সদস্যের সেচ্ছাশ্রমে রাস্তা মেরামত
লালমোহন বিডিনিউজ ,তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে মেঘনার ভাঙ্গনে বেঁড়ীবাধ বিলীন হয়ে যাওয়ায় ২টি পয়েন্টে ৩ মাস যাবৎ অনায়াসে জোয়ারের পানি প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে রাস্তাঘাট,ঘরবাড়ী সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ইতিমধ্যে জোয়ারের পানির কারনে তজুমদ্দিন টু কুঞ্জেরহাট সড়ক ও তজুমদ্দিন টু লালমোহন সড়ক দুটির বেশ কয়েকটি অংশে ভাঙ্গন দেখা দেয়ায় যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে। জনগনের এসব দুর্ভোগ দেখার যেনো কেউ নেই। ইউপি সদস্য হেলালউদ্দিন দর্জি আড়ালিয়া গ্রামের
বাসিন্দাদের নিয়ে সেচ্ছাশ্রমে কাজ শুরু করে দিয়েছেন তজুমদ্দিন টু দঃ খাশেরহাট সড়কে। গতকাল ঔই ইউপি সদস্য কে স্থানীয়দের নিয়ে তজুমদ্দিন হাসপতালের দক্ষিন পাশের ব্রীজের সংযোগ সড়কটিতে পাইলিং করে বালির বস্তা দিয়ে জনসাধারনের নিশ্চিত যাতায়াতের ব্যবস্থা করতে দেখা যায়। এর আগেও তিনি ঔই সড়কের কয়েকটি স্পটে রাস্তা মেরামতের কাজ করেন। ইউপি সদস্যের পথ ধরে জনপ্রতিনিধি ও সমাজসেবকদের এগিয়ে আসার আহব্বান জানান উপজেলার অসহায় দুর্গত মানুষরা।