বুধবার, ১০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে দু’টি ওর্য়াডকে শিশুবিবাহ মুক্ত ওর্য়াড ঘোষণা
চরফ্যাসনে দু’টি ওর্য়াডকে শিশুবিবাহ মুক্ত ওর্য়াড ঘোষণা
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাশনের ১৫নং অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ানের ৬নং ওর্য়াড ও ১১নং রসুলপুর ইউনিয়নের ৪নং ওর্য়াডকে শিশুবিবাহ মুক্ত ওয়ার্ড ঘোষণা করা হয়েছে। অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নে ৬নং ওয়ার্ডের নজরুল নগর বাজারে হাফেজ মো.শহিদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান ও রসুলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফরাজীর হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো.আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদুল হক মিঠু। ইউপি সদস্যগন তাদের ওর্য়াডকে শিশুবিবাহ মুক্ত ওর্য়াড ঘোষণা করেন ।
ইউনিসেফের সহযোগীতায় কোস্ট ট্রাস্ট সিফরডি প্রকল্পের আয়োজনে এই সভায় ওয়ার্ডের কয়েক শতাধিক কিশোর-কিশোরী, পুরুষ-মহিলা, ঈমাম, শিক্ষক সহ ওয়ার্ডের গণ্যমান্যদের উপস্থিতিতে এইসব ওয়ার্ডে আর কোন শিশুবিবাহ না দেয়ার শপথ নেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, কোস্ট ট্রাস্ট সিফরডি প্রকল্পের চরফ্যাশন উপজেলা ম্যানেজার মোঃ আতিকুর রহমান, মনিটরিং অফিসার মো.হাসান, মোসাঃ নুরুন নাহার স্বপ্না,অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ন সমন্বয়কারী মোঃ ইলিয়াছ,রসুলপুর ইউনিয়ন সমন্বয়কারী মোসা. ইয়াছমিন।
এ সময় তারা বলেন, শিশু বিবাহকে না বলুন, শিশু বিবাহ সমাজ, জাতি তথা দেশকে ক্ষতিগ্রস্ত করে। শিশু বিবাহ এক ধরনের অপসংস্কৃতি।এই অপসংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। শুধু তাই নয় মেয়েরা হচ্ছে মায়ের জাতি, মায়ের প্রতি ভালবাসা দায়বদ্ধতা থেকে সমাজের প্রতিটি ব্যক্তিকে এগিয়ে আসতে হবে শিশু বিবাহ রোধ করার জন্য।কারন, শিশু বিবাহ পরিবার দেশ, সমাজ ও জাতির জন্য অভিশাপ। কোন অবস্থাতেই মেয়েদের ১৮ বছর আগে এবং ছেলেদের ২১ বছর আগে বিয়ে দেয়া যাবে না। আর কেউ যদি বিবাহের ব্যবস্থা করে থাকে তার শিশুবিবাহ আইনে শাস্তি পেতে হবে।অনুষ্ঠান পরিচালনা করেন সিফরডি প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ আতিকুর রহমান।