শুক্রবার, ৮ মে ২০১৫
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ২৫-২৬ জুলাই ছাত্রলীগের সম্মেলন
২৫-২৬ জুলাই ছাত্রলীগের সম্মেলন
রাশেল সিকদার ঢাকা : কেন্দ্রীয় কার্য নির্বাহীর সংসদের ২৮তম জাতীয় সম্মেলন আগামী ২৫-২৬ জুলাই অনুষ্ঠিত হবে। এর আগে ২৮ মে ঢাকা মহানগর উত্তর ও ৩০ মে ঢাকা মহানগর দক্ষিণ এবং ১১ জনু ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে। তারও আগে ২৫ মে থেকে ৪ জুলাই অন্যান্য জেলা ও মহানগর শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ১০ জুলাইয়ের মধ্যে সকল জেলা শাখাকে কাউন্সিলর তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সম্মেলনের এ তারিখ ঘোষণা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল আজকের সংবাদ সম্মেলনেই ঘোষণা হতে পারে কেন্দ্রীয় সম্মেলনের তারিখ।
ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়েছে ২০১১ সালের ১০ জুলাই। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দুই বছরের মধ্যে সম্মেলন আয়োজনের বাধ্য-বাধকতা থাকলেও বর্তমান কমিটির কার্যকাল ৪ বছর হতে আর দুই মাসের মতো বাকি।
২০১১ সালের সর্বশেষ সম্মেলনেই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতির পদ পান বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদকের পদ পান সিদ্দিকী নাজমুল আলম।
বহু আকাঙ্ক্ষিত ছাত্রলীগের জাতীয় কাউন্সিলের মাধ্যমেই নতুন নেতৃত্ব পাবে দলটি।