মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে ভ্রাম্যমান আদালতে ১০ জুয়াড়ীর কারাদন্ড
তজুমদ্দিনে ভ্রাম্যমান আদালতে ১০ জুয়াড়ীর কারাদন্ড
লালমোহন বিডিনিউজ তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জনকে আটক করেছে । পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজেষ্ট্রেট প্রত্যেককে ১০ দিন করে কারাদন্ড ভোগের আদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলার শশীগঞ্জ সুইজ ঘাট এলাকায় একটি মাছের আড়তে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই নজরুল ইসলাম ও এস আই আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শশীগঞ্জ সুইজ ঘাট এলাকায় অভিযান চালায় । এসময় ওই মাছঘাটের একটি আড়তে বসে জুয়া খেলার সময় সেলিম, জামাল, আব্বাস, মিরাজ, রিয়াজ, হোসেন, হেজু, সেলিম মাতাব্বর, সুমন ও মাকসুদ নামের দশ যুবককে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃতরা ওই মৎস্য ঘাটের শ্রমিক ও জেলে। তারা সকলেই উপজেলার দালালকান্দি গ্রামের বাসিন্দা। রবিবার সকাল সাড়ে ১০টায় ভ্রাম্যমানআদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোঃ জালাল উদ্দিন আটককৃতদের ১০ দিন করে কারাদন্ড ভোগের আদেশ দেন। পরে পুলিশ রবিবার দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।