
শনিবার, ৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে গাঁজাসহ চার মাদক বিক্রেতা আটক
চরফ্যাসনে গাঁজাসহ চার মাদক বিক্রেতা আটক
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার আবদুল্লাপুর ইউনিয়ন থেকে মেহেদী হাসান(২২)ইউছুব বেপারী(২৫)জহিরুল ইসলাম(২০)ও রাইসুল ইসলাম(২০)নামের ৪মাদক বিক্রেতা ও সেবনকারীকে ৩০০গ্রাম গাঁজাসহ চরফ্যাসন থানা পুলিশ আটক করেছে।শনিবার(৬আগস্ট) ভোর রাতে তাদের আটক করা হয়েছে।চরফ্যাসন থানার উপ-পরিদর্শক(এসআই) শহিদুল ও উপ পরিদর্শক(এসআই)শামীম জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে আবদুল্লাপুর ইউনিয়নের দেলু মাষ্টারের বাড়ীর দরজার খালেক পাটওয়ারীর দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।।পরে তাদের দেহ তল্লাসী করে ৩০০গ্রাম গাঁজা পাওয়া যায়। আটককৃত মেহেদী হাসান চরফ্যাসন পৌরসভা ১নং ওয়ার্ডের মৃত কাওছার আহম্মেদের ছেলে, ইউছুব বেপারী চরযমুনা গ্রামের আঃ খালেক বেপারীর ছেলে,জহিরুল ইসলাম চরফ্যাসন পৌর ৪নং ওয়ার্ডের আমিনুল ইসলামের ছেলে, রাইসুল ইসলাম শশীভুষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে।চরফ্যাসন থানার উপ-পরিদর্শক(এসআই)জাহাঙ্গীর আলম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।চরফ্যাসন থানার অফিসার ইনর্চাজ(ওসি)মু.এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।