শনিবার, ৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে মাদক ব্যবসায়ী একাধীক মামলার আসামী জহির গ্রেফতার
চরফ্যাসনে মাদক ব্যবসায়ী একাধীক মামলার আসামী জহির গ্রেফতার
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন প্রতিনিধি :চরফ্যাশনে ইয়াবা ব্যবসায়ী একাধীক মামলার আসামী জহির (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে চরফ্যাসন থানা পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৮টায় নুরাবাদ গ্রামে তার প্রথম শশুর বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত বশির মাঝির ছেলে জহির দীর্ঘ দিন যাবৎ ঢাকার বিভিন্ন এলাকায় ইয়াবা-গাঁজা বিক্রি করে আসছে। ঢাকার যাত্রাবাড়ী থানাসহ একাধিক থানায় তার বিরুদ্ধে মাদক আইনের মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি হলে সে চরফ্যাশনের আহম্মদপুর গ্রামের মায়া ব্রীজের তার বাড়ীতে চলে আসে। এখান থেকে পুরো উপজেলায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছে। নুরাবাদ ৪নং ওয়ার্ডের জহিরের শ্যালক জাকির হোসেন জানান, গত ৯জুলাই ৫০০ গ্রাম গাঁজা রেখে তাদের ফাঁসানোর চেষ্টা করা হয়। গাঁজা গুলো স্থানীয় চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জিম্মায় রাখা হয় বলে তিনি জানান। দ্বিতীয় বিযে করায় প্রথম শশুর বাড়ীর আত্মিয় স্বজনকে ফাঁসানো জন্যে কৌশল অবলম্বনের চেষ্টা করলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে শুক্রবারই আদালতে প্রেরণ করা হয়। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি)মু.এনামুল হক বলেন, সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকলেও প্রথম স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।