শুক্রবার, ৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে বেড়ীবাধেঁর বেহাল দশা, আতঙ্কিত এলাকাবাসী- চলছে মেরামতের কাজ
বোরহানউদ্দিনে বেড়ীবাধেঁর বেহাল দশা, আতঙ্কিত এলাকাবাসী- চলছে মেরামতের কাজ
লালমোহন বিডিনিউজ , বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়ন সংলগ্ন মেঘনা তীর সংরক্ষণ বাঁধের প্রায় ১ কিলোমিটার এলাকা নিয়ে মারাক্তক ধ্বস দেখা দিয়েছে। গত দুই দিনে দমকা বাতাস সহ অমাবশ্যার জো’র প্রভাবে অতি জোয়ারের পানি বাঁধের উপর প্রবল বেগে আছড়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে শুক্রবার দুপুরে সরেজমিনে বড়মানিকা সহ পাশ্ববর্তী পক্ষিয়া ইউনিয়ন সংলগ্ন বাঁধে অন্ততঃ ১০ টি স্থানে ছোট বড় ফাঁটল দেখা যায়। কোন কোন স্থান দিয়ে মাত্র ২-৩ ফুট বাঁধ অবশিষ্ট আছে, বাকি অংশ নদীগর্ভে চলে গেছে।
এলাকাবাসী জানান, শুক্রবারও একই পরিমান পানির চাপ থাকলে যে কোন মুহূর্তে বেড়িবাঁধ ভেঙ্গে উপজেলা সদর পর্যন্ত প্লাবিত হওয়া সময়ের ব্যাপার মাত্র। প্লাবনের আশঙ্কায় পৌর শহর সহ ৫ ইউনিয়নের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে প্লাবিত হওয়ার আশঙ্কায় বাঁধের আশ-পাশের কিছু পরিবার অন্যত্র চলে গেছে। তবে নিম্ম আয়ের লোকজন বাড়ি ঘরেই অবস্থান করতে দেখা গেছে।
শুক্রবার দুপুরে বড়মানিকা ইউনিয়নের চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দারের তদারকিতে কয়েক শত শ্রমিককে বাঁধ মেরামদের কাজ করতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দা আ. হক, মো. বাবুল , হোসেন হাওলাদার, ইদ্রিস মাঝি, লোকমান মিয়া বলেন, বৃহস্পতিবার জোয়ার কমার সাথে সাথে দিন-রাত এখন পর্যন্ত মেরামত কাজ চলছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আ. কুদদূস বলেন, ভোলা পানি উন্নয়ন বোর্ডকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী মো. বাবুল আকতার বলেন, প্রায় ৬ শত মিটার বাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। বাঁধ মেরামতের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।