শুক্রবার, ৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | শিরোনাম | সর্বশেষ » জঙ্গি হামলার আশঙ্কায় রাজধানীসহ দেশজুড়ে সতর্ক পুলিশ
জঙ্গি হামলার আশঙ্কায় রাজধানীসহ দেশজুড়ে সতর্ক পুলিশ
লালমোহন বিডিনিউজ , সোহেল ঢাকা :জঙ্গি হামলার আশঙ্কায় রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্পর্শকাতর স্থানে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে পুলিশ। পুলিশের শীর্ষ পর্যায় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানাগেছে দেশের যেকোনো স্থানে জঙ্গিরা আবারো হামলা চালাতে পারে এ আশঙ্কায় রাজধানীর ডিপ্লোমেটিক জোন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবন, বঙ্গভবন, সচিবালয়, রাষ্ট্রীয় অতিথি ভবন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সিসি ক্যামেরা আর্চওয়ের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়াও রাজধানীর যেসব স্থানে প্রচুর লোক সমাগম ঘটে রেলওয়ে, বাস ও লঞ্চ টার্মিনালে নিরাপত্তায় অপেক্ষাকৃত গুরুত্ দেওয়া হচ্ছে। এসব স্থানে নিরাপত্তার দায়িত্বে পুলিশকেও সতর্কাবস্থায় ডিউটি করতে পুলিশ সদর দফতর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, পুলিশ জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে। এ দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যরাই হামলার শিকার হচ্ছেন।
তিনি বলেন, শোলাকিয়া ঈদগাহের অদূরে জঙ্গিরা বাঁধা পেয়ে পুলিশের ্উপরই হামলা চালায়। পুলিশ সেখানে ব্যারিকেড না দিলে জঙ্গিরা ঈদগাহে হামলা করতো এবং তাতে হতাহতের ঘটনা অনেক বেশি ঘটতো।
সূত্রমতে, শুধু রাজধানী নয়- সারা দেশেরই মন্দির, গীর্জাসহ যে সব স্থানে হামলার আশঙ্কা আছে সেসব স্থানেই পুলিশ বাহিনীর সদস্যদেরকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রাখা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। তারা নগরীর অলিগলি চষে বেড়াচ্ছেন। কাউকে সন্দেহ হলে চেজ করা হচ্ছে। এছাড়াও জঙ্গিদের সন্ধানে রাজধানীসহ দেশজুড়ে চলছে র্যাব পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্লক রেইড। ইতিমধ্যে ব্লকরেইড কল্যাণপুরসহ একাধিক আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ।