শুক্রবার, ৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | শিরোনাম | সর্বশেষ » শীর্ষনিউজ, আমার দেশসহ ৩৫ ওয়েবসাইট বন্ধ
শীর্ষনিউজ, আমার দেশসহ ৩৫ ওয়েবসাইট বন্ধ
লালমোহন বিডিনিউজ : অনলাইন নিউজ পোর্টাল শীর্ষনিউজ ও আমার দেশসহ ৩৫টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে সরকার। এর মধ্যে বেশিরভাগই নিউজ পোর্টাল।
আপত্তিকর কনটেন্ট প্রকাশ করার দায়ে এসব ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি সূত্র।
প্রসঙ্গত, ধর্মীয় উসকানি দেয়ার অভিযোগে আমার দেশ পত্রিকার মুদ্রিত প্রকাশনার অনুমোদন কয়েক বছর আগে বাতিল করা হয়েছে। এরপর এটি শুধু ইন্টারনেট ভার্সনে সংবাদ প্রকাশ করছিল পত্রিকাটি।
শীর্ষ নিউজের লেখা রয়েছে, ফের শীর্ষ নিউজ ডটকম এর ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে। যদিও শীর্ষ নিউজকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি, শীর্ষ নিউজ কর্তৃপক্ষ বিভিন্ন মাধ্যম থেকে জেনেছেন, সরকার বিটিআরসিকে নির্দেশ দিয়েছে, এই সাইটটি বন্ধ করে দেয়ার জন্য। সেই অনুযায়ী বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন) ইন্টারনেট গেটওয়ে কোম্পানিগুলোকে বলেছে, সাইটটি ব্লক করে দেয়ার জন্য। যে কারণে বাংলাদেশে আজ ৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর থেকে শীর্ষ নিউজ ডটকমের পেইজ দেখা যাচ্ছে না।
উল্লেখ্য. শীর্ষ নিউজ ডটকম তার পথচলা শুরু করে ২০০৯ সালের ১৭ আগস্ট। ২০১১ সালের ২২ আগস্ট প্রথমবারের মতো শীর্ষ নিউজ ডটকম বন্ধ করে দেয়া হয়।
আজ ৪ আগস্ট ২০১৬ রোজ বৃহস্পতিবার ফের দ্বিতীয় দফায় ব্লক করা হল দেশের জনপ্রিয় এই অনলাইন নিউজ পোর্টালটি।