বুধবার, ৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » ভোলার চরফ্যাসনে দুই মাদক বিক্রেতা আটক
ভোলার চরফ্যাসনে দুই মাদক বিক্রেতা আটক
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাসন প্রতিনিধি:ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রাম থেকে দুই গাজাঁ বিক্রেতা ও সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। চরফ্যাশন থানার উপ-পুলিশ পরিদর্শক আ.হাই বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আরিফ (৩০), নয়ন (২৮) কে আরিফের বাড়ীর দরজা থেকে আটক করা হয়। তিনি আরো জানান, পুলিশকে দেখে আরিফের কাছে থাকা ২ পিচ ইয়াবা গিলে ফেলায় পুলিশ ইয়াবা তাদের কাছে পায়নি। তারা দীর্ঘদিন যাবত এসব এলাকায় ইয়াবা ও গাজাঁ সেবন এবং বিক্রি করে আসছেন বলে পুলিশ ও স্থানীয়রা জানান। আরিফকে ইতিপূর্বে ১হাজার গ্রাম গাজাঁসহ গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়। কিছুদিন জেলে থাকার পর আদালত তাকে জাবিন দেয়। ছাড়া পেয়ে সে পূরনো ব্যবসায় আবার ফিরে যায় বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।