মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় সাংবাদিক কর্তৃক জোয়ারে ভেসে আসা হরিণ শাবক উদ্ধার
মনপুরায় সাংবাদিক কর্তৃক জোয়ারে ভেসে আসা হরিণ শাবক উদ্ধার
লালমোহন বিডিনিউজ ,সীমান্ত হেলাল, মনপুরা :মনপুরার জোয়ারে ভেসে আসা একটি হরিণ শাবক উদ্ধার করা হয়।
২ আগস্ট মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টায় আলমবাজার সংলগ্ন পাকা সড়কে কুকুরের আক্রমন থেকে হরিণ শাবকটি উদ্ধার করেন উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও যুগান্তর’র উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ জুয়েল। পরে উদ্ধারকৃত হরিণ শাবকটি উপজেলা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধারকারী সাংবাদিক আবদুল্লাহ জুয়েল জানান, আলমবাজার সংলগ্ন বনবিভাগের বনে অসংখ্য হরিণ রয়েছে। জোয়ারের পানি থেকে বাঁচতে মা হরিণসহ শাবকটি রাস্তার উপর আশ্রয় নেয়। তবে মানুষ ও কুকুরের হাত থেকে রক্ষা পেতে মা হরিণটি অন্যত্র চলে গেলেও হরিণ শাবকটি যেতে পারেনি।
উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সুকুমার চন্দ্র শীল বলেন, জোয়ারের পানি কমে গেলে উদ্ধারকৃত হরিণ শাবকটি আলমবাজার বনে ছেড়ে দেওয়া হবে।