লালমোহনে ৩০ পিজ ইয়াবা সহ আটক ৩
লালমোহন বিডিনিউজ : লালমোহনে ৩০ পিজ ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে লালমোহন থানা পুলিশ । সোমবার সন্ধা ৭.১৫ মিনিটে পশ্চিম চর উম্মেদ ইউনিয়নের ১নং ওয়ার্ড কাস্মীরের বুদ্দি বাড়ীর সামনে থেকে সালাউদ্দিন পিতা-গাউস আহাম্মেদ, ৬নং ওয়ার্ড (সবুজবাগ) লালমোহন পৌরসভা, মেহেদি হাছান পিতা ইউনুছুর রহমান বেপারী ৫নং ওয়ার্ড পূব ভুতেরিয়া বরিশাল , মোসারফ হোসেন (মঞ্জু) পিতা দেলোয়ার হোসেন (করিম রোড) ৪নং ওয়ার্ড লালমোহন পৌরসভা এই তিন জনকে ৩০ পিজ ইয়াবা সহ আটক করা হয় । গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার ভারপাপ্ত কর্মকর্তা হুমায়ন কবিরের নেত্বতে এস আই বজলুর রহমান ,এ এস আই দেলোয়ার,এ এস আই মাসুদ ও সঙ্গীয় কিছু ফোর্স সহ তাদেরকে আটক করে লালমোহন থানায় নিয়ে আসে ।
এব্যাপারে লালমোহন থানার ভারপাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির বলেন তাদের বিরুদ্বে একটি মাদক মামলা হয়েছে । মামলা নং ১