আব্দুল জব্বার কলেজে নবীন বরন
লালমোহন বিডিনিউজ , বোরহান উদ্দিন প্রতিনিধি :বোরহানউদ্দিনে ঐতিহ্যবাহী আব্দুল জব্বার মহাবিদ্যালয়ে নবীন বরণ অণুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রথমে ফুল দিয়ে এমপিকে বরন করে নেন শিক্ষার্থী’রা। পরে তিনি ও আগত অতিথিরা একে একে প্রত্যেক শিক্ষার্থীর হাতে রজনী গন্ধা দিয়ে বরন করে নেন নবাগত শিক্ষার্থীদের। রবিবার সকাল ১১টায় কলেজ সংলগ্ন উপজেলা অডিটরিয়ামে কলেজ ছাত্রলীগ সভাপতি মাহামুদুল হাসান বাপ্পী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গণশিক্ষা ও প্রাথমিক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি’র সদস্য ভোলা-২ আসনের এমপি আলহাজ্ব আলী আজম মুকুল, কলেজ অধ্যক্ষ মোঃ আবুল কাশেম, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব রফিকুর ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও আ’লীগ নেতা জাফরউল্ল্যাহ চৌধুরীসহ সাধারন সম্পাদক জসিম উদ্দিন, বড় মানিকা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমদ মিয়া, আ’লীগ নেতা ও কাউন্সিলর বিশ্বজিৎ দে (হারু হাং), আ’লীগ নেতা রেদোয়ান চৌধুরী নয়ন, যুবলীগ সভাপতি তাজউদ্দিন খান, সাধারন সম্পাদক ইসমাইল খান, উপজেলা ছাত্রলীগ সিঃ সহ-সভাপতি জোহেব হাসান, পৌর ছাত্রলীগ সভাপতি সুমন পঞ্চায়েত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক লীগ নেতা হারুন মাতাব্বর, কলেজ ছাত্রলীগ সম্পাদক রায়হান মাতাব্বর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইয়ারুল ইসলাম মাইনুল।