রবিবার, ৩১ জুলাই ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে মাষ্টার সাংস্কৃতি ডান্স ক্লাবের কমিটি গঠণ
চরফ্যাসনে মাষ্টার সাংস্কৃতি ডান্স ক্লাবের কমিটি গঠণ
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাসনে মাষ্টার সাংস্কৃতি ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গত ২৮ জুলাই শুক্রবার বিকেলে পৌরসভার বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে কডিওগ্রাফী সাকির লিমনের সঞ্চলনায় ও মাই টিভি ভোলা প্রতিনিধি সিরাজ মাসুদের সভাপতিত্বে বিশ্বনাথ মজুমদারকে সিনিয়র সভাপতি, কাউন্সিলর ও চরফ্যাসন পৌর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন কুতুবকে সভাপতি,সাকির লিমনকে সাধারণ সম্পাদক, মোঃ নাঈমুল ইসলাম (নাঈম)কেসহ-সাধারণ সম্পাদক , মোঃ সাইফুল ইসলামকে কোষাধ্যক্ষ , আল আমিন রেজাকে দপ্তর সম্পাদক , ওমর ফারুককে প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক, ছোটন চন্দ্রকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক , রায়হান জহিরকে সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক , মেহেদী হাসান (রাকিব)কে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,শিল্পী সোনিয়াকে মহিলা সম্পাদিকা ঘোষনা করা হয়। এ ছাড়াও
ক্লাবের অন্যান্য সদস্যরা হলো
কামরুল ইসলাম,আল আমিন, হৃদয়,সাহেল,মীম , মোঃ ইমন,মোঃ সুমন (কাশেমগঞ্জ),মোঃ তাওহীদ,মোঃ শুভ, মোঃ সোহেল, মোঃ সুমন,মোঃ বাবু,রোমন, মোঃ নুরনবী শাওন,মোঃ শাকিল