রবিবার, ৩১ জুলাই ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে জঙ্গিবাদ, সন্ত্রাস,মাদক,বাল্যবিবাহ ও কমিনিউটি পুলিশ সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে জঙ্গিবাদ, সন্ত্রাস,মাদক,বাল্যবিবাহ ও কমিনিউটি পুলিশ সভা অনুষ্ঠিত
লালমোহন বিডিনিউজ ,সিরাজ মাসুদ :ভোলার বোরহানউদ্দিনে জঙ্গিবাদ, সন্ত্রাস,বাল্য বিবাহ ইভটিজিং ও কমিনিউটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা অডিটরিয়াম হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কুদ্দুস, পুলিশ সুুপার মোঃ মোকতার হোসেন, সহকারী পুলিশ সুপার লালমোহন সার্কেল মোঃ রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ রতন কৃঞ্চ রায় চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোঃ মোহাব্বত জাহান চৌধুরী, পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া, উপজেলা আ”লীগ সভাপতি মোঃ জসিমউদ্দিন হায়দার ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা জঙ্গিবাদ দমনে বর্তমান সরকারের সাহসী ভূমিকার প্রশংসা করেন।