রবিবার, ৩১ জুলাই ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলার ভেলুমিয়ার চন্দ্র প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বাবার বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্বস্বাদ সহ দুর্নীতির অভিযোগ এনে বিচার চাইলেন নিজ কন্যা
ভোলার ভেলুমিয়ার চন্দ্র প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বাবার বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্বস্বাদ সহ দুর্নীতির অভিযোগ এনে বিচার চাইলেন নিজ কন্যা
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : ভোলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবার বিরুদ্ধে ব্যাপক পরিমানে দুর্নীতির অভিযোগ আনলেন আপন কন্যা। সদর উপজিলার ভেলুমিয়া ইউনিয়নের ৪৭নং দক্ষিন-পশ্চিম চন্দ্র প্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম খানের বিরুদ্ধে এমন অভিযোগ এনে ইউএনও এবং উপজেলা প্র্রথমিক শিক্ষা কর্মকতার কাছে দরখাস্ত করে বিচার চেয়েছেন ওই শিক্ষকেরই কন্যা মরিয়ম বেগম। বাবার বিরুদ্ধে কন্যার আনীত দুর্নীতির ওই শ্বেতপএে মরিয়ম বেগম ১নং অভিযোগকারী হলেও তাতে আরো ৩৪জন উপবৃত্তি বঞ্চিত শিক্ষার্থীর অভিবাবকের নাম ও স্বাক্ষর রয়েছে। সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের কাছে লিখিত ওই দরখাসেÍ বলা হয়েছে,গত ২৩ জুলাই বিদ্যালয়ের উপবৃত্তির টাকা গুটি কয়েক শিক্ষার্থীর মাঝে বিতরন করা হলেও প্রায় অর্ধশত শিক্ষার্থীকে বঞ্চিত করা হয়েছে। এরমধ্যে হেড মাস্টারের নিজ মেয়ে মরিয়ম বেগমের শিশুকন্যা সাবিনা অর্থাৎ নাতনীর উপবৃত্তির টাকাটিও খেয়ে ফেললেন নানা। সাবিনা ওই বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাএী। তার রোল নং-৩০। লিখিত দরখাস্ত ছাড়াও শিক্ষক বাবার বিরুদ্ধে মেয়ে মরিয়ম বেগম সংবাদ কর্মীদের কাছে আরো অভিযোগ করেন যে , তার বাবা স্কুলের পুকুর লিজ দিয়ে ৬ হাজার টাকা স্কুল ভবন মেরামতের নামে ৭০হাজার টাকা এবং উপবৃত্তি দেয়ার নাম করে বিভিন্নজনদের কাছ থেকে ৩/৫ শ’ টাকা করে হাতিয়ে নেয়াসহ লাখ লাখ টাকা লোপাট করেছেন। স্কুলের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, হেড মাস্টার সালাম খান তাদের কাউকেই পাত্তা না দিয়ে নিজ ইচ্ছেমত প্রতিষ্ঠানের অর্থ আতœসাতসহ দিব্যি দুর্নীতি আর ব্যাপক অপকর্ম চালিয়ে যাচ্ছেন। কেউ তার অন্যায় কাজের প্রতিবাদ করলে সালাম খান তাকে চরমভাবে নাজেহাল করেন বলেও বিস্তর অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ভোলা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা কামরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি া বলেন,হেড মাস্টারের অনেক ঘাপলা রয়েছে। অপকর্মের তদন্ত চলছে। প্রমান সাপেক্ষে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে। প্রধান শিক্ষক আবদুস সালাম খানের সাথে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন প্রকার সদুত্তর না দিয়ে সামনা সামনী এসে সব জানাবো এমন কথা বলে এড়িয়ে যান। বর্তমানে দুর্নীতিতে অভিযুক্ত এ প্রধান শিক্ষককে নিয়ে ওই এলাকার অভিবাবক ও জনগনের মাঝে উত্তেজনা চলছে।