
শুক্রবার, ২৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সন্ত্রাস মাদক ও জঙ্গিবিরোধী মতবিনিময় সভায় এপি শাওন
লালমোহনে সন্ত্রাস মাদক ও জঙ্গিবিরোধী মতবিনিময় সভায় এপি শাওন
লালমোহন বিডিনিউজ,মিজানুর রহমান লিপু : লালমোহনে আলেম ওলামেদের নিয়ে সন্ত্রাস মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃস্প্রতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে লালমোহনে থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিনের) জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকে স্বাধীনতা বিরোধী শক্তি যুদ্বাঅপরাধী মামলা থেকে বাচঁতে জঙ্গিবাদ করে সমাজে অরাজকতা সৃষ্ঠি করছে। সকল আলেম সমাজকে ইসলামের সঠিক প্রচারের মাধ্যমে ইসলাম ও শরীয়ত বিরোধী ও ইহুদীদের উদ্দেশ্য বাস্তবায়ন বন্ধকরে জঙ্গিবাদ নিমূল করতে হবে। এব্যাপারে জঙ্গিদের সর্ম্পকে কোন তথ্য থাকলে দ্রত পুলিশ প্রশাসনকে জানাতে অনুরোধ করেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে ভোলা জেলা পুলিশ সুপার মোকতার হোসেন বলেন জঙ্গিদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। জঙ্গি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া গেলে সাথে সাথে এনকাউন্টারে পরে যাবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ , লালমোহন উপজেলা নির্বাহী অফিসার সামছুল আরিফ, লর্ডহাডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, লালমোহন কামিল মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের অধ্যক্ষ আব্বাস উদ্দিন, গজারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল ইসলাম সেলিম,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আফসার উাদ্দন প্রেসক্লাব সভাপতি আঃ সাত্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা ভাইচ চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দিদারুল ইসলাম অরুন পৌর আওয়ামীলীগের সম্পাদক সফিকুল ইসলাম বাদল, সহ উপজেলার সকল মসজিদের ইমাম, মাদ্রাসার সুপার, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজ সমুহের অধ্যক্ষ বৃন্দু, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোলা জেলার লালমোহন সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম।