শুক্রবার, ২৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » ভোলায় বিশিষ্ট আলেম অধ্যক্ষ নুরুল ইসলাম আর নেই
ভোলায় বিশিষ্ট আলেম অধ্যক্ষ নুরুল ইসলাম আর নেই
লালমোহন বিডিনিউজ ,কামরুজ্জামান শাহীন,চরফ্যাসন:ভোলার বিশিষ্ট আলেমেদ্বীন, প্রবীন শিক্ষাবিদ, চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম (৯৩) ইন্তেকাল করেছেন। বৃহষ্পতিবার(২৮জুলাই) রাত সাড়ে ১২টার সময় চরফ্যাশন পৌরসভাস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ বহু আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ১১টায় তাঁর প্রিয় প্রতিষ্ঠান চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসা ময়দানস্থ চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মহুমের নামাজে জানাজায় চরফ্যাশন ও ভোলার কয়েক হাজার আলেম-ওলামা,শুভাকাঙ্খী ও গুণগ্রাহী অংশ নেন। দলমত নির্বিশেষ সব রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও একই কাতারে আসেন। এই প্রবীণ শিক্ষাবিদের মৃত্যুর খবরে চরফ্যাশনে শোকের ছায়া নেমে আসে। তার মৃতুতে চরফ্যাসন–মনপুরার সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন আলম এই শিক্ষাবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মোবাইল ফোনের মাধ্যমে জানাজায় সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।তিনি প্রবীন এই শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। পরে তিনি এই মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মজীবন শেষ করেন। শিক্ষক ও অধ্যক্ষ হিসেবে তিনি চার যুগ এই অঞ্চলের ধর্মীয় শিক্ষা বিস্তারে অবদান রাখেন। তিনি ভোলা জেলা জমিয়াতুল মোদার্রেসিনের সভাপতিও ছিলেন।