শুক্রবার, ২৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » তারেক রহমানকে নি:শর্ত মুক্তির দাবীতে মনপুরা বিএনপির প্রতিবাদ সভা
তারেক রহমানকে নি:শর্ত মুক্তির দাবীতে মনপুরা বিএনপির প্রতিবাদ সভা
লালমোহন বিডিনিউজ ,সীমান্ত হেলাল, মনপুরা : তারেক রহমানকে নি:শর্ত মুক্তির দাবীতে ভোলার মনপুরা উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই শুক্রবার বাদ মাগরীব বিএনপির উপজেলা কার্যালয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যক্ষ এম. মহিউদ্দিন আহম্মেদ।
সভায় বক্তারা কেন্দ্রিয় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও উদ্দেশ্য প্রনোদিত রায়ের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে সকল মামলা থেকে নি:শর্ত মুক্তির দাবী জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মো: মাহবুবুল আলম শাহীন, দপ্তর সম্পাদক মো: ছালেহ উদ্দিন, হাজীর হাট ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো: বশির উল্লাহ, সাধারন সম্পাদক মো: আব্দুল হালিম, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: হোসেন মিয়া, স্বেচ্ছাসেবক দল সভাপতি ইস্তাক আহমেদ জুয়েল, সাধারন সম্পাদক মো: আব্দুর রহমান, শ্রমিকদল সভাপতি মো: রফিকুল ইসলাম, কৃষকদল সাধারন সম্পাদক মো: শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: সেলিম, যুবদল নেতা মো: মোছলেহ উদ্দিন, ছাত্রদল সভাপতি শাহজালাল আল আমিন, সহ সভাপতি মো: অহিদুর রহমান, সাধারন সম্পাদক নুরে আলম শামীম, যুগ্ন সম্পাদক মাইনুদ্দিন সৌরভসহ দলের অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মিবৃন্দ।