বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ
মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ
লালমোহন বিডিনিউজ ,সীমান্ত হেলাল মনপুরা : ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে সন্ত্রাসের বিরেুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মনোয়রা বেগম মহিলা কলেজের শরীর চর্চা শিক্ষক মো: ছালেহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এম. মহিউদ্দিন আহম্মেদ।
.সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের যুক্তি বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো: ফারুক, ইংরেজি প্রভাষক মো: আবুল বাশার। ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, দ্বাদশ শ্রেনীর ছাত্রী কনক চাপা উর্মি ও একাদশ শ্রেনীর ছাত্রী নাফিসা সুলতানা তানহা।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন, রীমা বেগম ও গীতা পাঠ করেন, স্মৃতি রানী দাস। এসময় কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।