শুক্রবার, ২২ জুলাই ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » জন দূর্ভোগ” দেখার কি নেই? লালমোহনের চরভূতায় একটি রাস্তার প্রতিক্ষায় দশ হাজার মানুষ
জন দূর্ভোগ” দেখার কি নেই? লালমোহনের চরভূতায় একটি রাস্তার প্রতিক্ষায় দশ হাজার মানুষ
লালমোহন বিডিনিউজ,সালাম সেন্টু :লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের এক অবহেলিত জনপদের নাম ৯নং ওয়ার্ড জনতা বাজার।
অত্র ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার জনসাধারনের যাতায়াতের একমাত্র মাধ্যম মিয়ারহাট বাজার থেকে ষাটদরুন, কুড়ালিয়াকান্দি, খাড়াকান্দি এলাকার দিয়ে বয়ে যাওয়া রাস্তাটি । দীর্ঘদিন যাবৎ মেরামতের অভাবে এ রাস্তাটি বর্তমানে করুন দশা ।
শহর এলাকার সাথে যোগাযোগের জন্য এ এলাকার প্রায় ১০/১৫ হাজার মানুষের একমাত্র ভরসা এ রাস্তাটি। রাস্তাটি পাকা হলে ও দীর্ঘদিন যাবৎ কোন মেরামতের ব্যাবস্থা না নেয়ার ফলে বর্তমানে খাঁদা খন্দকে পূর্ন।
যানবাহন তো থাক দুরের কথা সাধারন মানুষের জন্য ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এ সড়কটি ।
নানাবিধ সুযোগ সুবিধার জন্য শহর এখানকার মানুষগুলো শহর এলাকার সাথে যোগাযোগের জন্য যেখানে ১০/১৫ মিনিট সময় লাগতো বর্তমানে সেখােন ঘন্টা পার হয়ে যায় ।
অপরদিকে এ এলাকার কোমলমতী শিক্ষার্থীদের জন্য জনতা বাজার এলাকায় অবস্থিত কুড়ালিয়া কান্দি সঃ প্রাঃ বিদ্যালয় রয়েছে।
প্রতিদিন প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে এ সড়ক পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয়।
স্থানীয় জনগন সাংবাদিকদের উদ্দ্যেশ্য করে বলেন, ভাই আমাদের রাস্তাটি আর আমাদের যোগাযোগ ব্যাবস্থা নিয়ে একটু লেখেন । কেউ কেউ ক্ষুদ্ধ কন্ঠে বলেন, লিখলে কি হবে ? (স্থানীয় ইউপি সদস্যদের উদ্দ্যেশ্য করে ) যারা সংবাদটি দেখে কিছু করার কথা তারা তো নিয়মিত এ পথ দিয়েই যাতায়াত করেন।
এ সম্পর্কে স্থানীয় ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আলমগির বলেন, রাস্তাটির ব্যাপারে আমরা আমাদের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি কে জানিয়েছি । রাস্তাটির কাজ করার ব্যাপারে তিনি আমাদের কে আশ্বস্ত করেছেন।
এ সময় এলাকাবাসী রাস্তাটি মেরাতের করে হাজারো জনসাধারনের কষ্ট লাগবের জন্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি’র সূদৃষ্টি কামনা করেন।