বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে উপবৃত্তির টাকার অনিয়মে ৩ জনের জেল
বোরহানউদ্দিনে উপবৃত্তির টাকার অনিয়মে ৩ জনের জেল
লালমোহন বিডিনিউজ ,বোরহানউদ্দিন প্রতিনিধি: বোরহানউদ্দিন উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা বিতরনে পরিচালনা কমিটি বাগড়া দেওয়া ২ শিক্ষককে ৭দিন করে এবং কমিটির সদস্য জাহাঙ্গীরকে এক বছরের সাজা প্রদান করেন নির্বাহি কর্মকর্তা । উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আঃ কুদদূস বৃহস্পতিবার বিকালে ২নং খাগকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি বিতরনকালে অবৈধভাবে উত্তোলিত টাকাসহ তাদেরকে গ্রেফতার করেন।
নির্বাহি কর্মকর্তা জানান, অত্র উপজেলায় উপবৃত্তি বিতরনে অনিময় বিদ্যমান এমন সংবাদ বেশ প্রচলিত। গতকাল উপজেলার ২নং খাগকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির টাকা বিতরন চলছিল। বিতরন কালে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাফসা বিবির স্বামী, জাহাঙ্গীর শিক্ষক-অভিভাবক কল্যান সমিতির(রেজি ১৫৫/০৩)রিসিটে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে নূন্যতম ১০০টাকা করে আদায় করেন। এ সংবাদ শুনে নির্বাহি কর্মকর্তা আকস্মিক অভিযান চালায়। ঘটনার সত্যতা পেয়ে তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর, বিদ্যালয়ের শিক্ষক আকতার হোসেন, কবির হোসন, অবৈধভাবে উত্তোলিত ১৫,৬৬৫ টাকা ও ভূয়া রিসিটসহ তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জাহাঙ্গীর নিজেকে ও তার স্ত্রীকে পরিচালনা কমিটির সদস্য দাবী করে বলেন, টাকা উত্তোলনের দায়িত্ব তাকে পরিচালনা কমিটির সভাপতি ও সহসভাপতি প্রদান করেন। সহ সভাপতি গোলাম মাওলা তাকে রিসিট ছাপিয়ে দেন এমন দাবী তিনি করেন।
তবে সভাপতি আহসান পাটোওয়ারী জানান, প্রাথমিক শিক্ষা অফিসারকে একাধিক বার শিক্ষক স্বপ্লতার কথা বলে সমাধান না পাওয়ায় তিনি অনেকদিন আগে সভাপতি দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এ ব্যাপারে বর্তমান সভাপতি গোলাম মাওলাকে একাধিক বার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। আটককৃত শিক্ষকদ্বয় জানান, আমরা অসহায়, আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে অনুরোধ করে ব্যর্থ হই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী শিক্ষা অফিসার জানান, উপবৃত্তি থেকে কোন রকম টাকা উত্তোলন অবৈধ। তবে প্রাথমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসনকে একাধিক বার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। উল্লেখ্য বর্তমান শিক্ষা অফিসার এ উপজেলায় যোগদানের পর প্রাথমিক শিক্ষা খাতটি দুর্নীতি আর অনিয়মে ঝেকে বসেছে।