
বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহননে চরভূতা ইউনিয়নের রাস্তার বেহাল দশা
লালমোহননে চরভূতা ইউনিয়নের রাস্তার বেহাল দশা
লালমোহন বিডিনিউজ,সালাম সেন্টু :লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের এক অবহেলিত জনপদের নাম জনতা বাজার ।
ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার জনসাধারনের যাতায়াতের একমাত্র মাধ্যম মিয়ারহাট বাজার থেকে ষাটদরুন, কুড়ালিয়াকান্দি, খাড়াকান্দি এলাকার এ রাস্তাটির দীর্ঘদিন যাবৎ করুন দশা ।
শহর এলাকার সাথে যোগাযোগের জন্য এ এলাকার প্রায় ১০/১৫ হাজার মানুষের একমাত্র ভরসা এ রাস্তাটি ।
রাস্তা পাকা হলে ও দীর্ঘদিন যাবৎ কোন মেরামতের ব্যাবস্থা না নেয়ার ফলে রাস্তাটি খানা খন্দকে পূর্ন ।
যানবাহন থাক দুরের কথা সাধারন মানুষের জন্য ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এ সড়কটি ।
শহর এলাকার সাথে যোগাযোগের জন্য যেখানে ১০/১৫ মিনিট সময় লাগতো সেখােন বর্তমানে ঘন্টা পার হয়ে যায় ।
অপরদিকে এ এলাকার কোমলমতী শিক্ষার্থীদের জন্য জনতা বাজার এলাকায় অবস্থিত কুড়ালিয়া কান্দি সঃ প্রাঃ বিদ্যালয় ।
প্রতিদিন প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে এ সড়ক পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয়।
স্থানীয় জনগন সাংবাদিকদের উদ্দ্যেশ্য করে বলেন, ভাই আমাদের রাস্তাটি নিয়ে একটি সংবাদ লেখেন আমরা এলাকাবাসী খুবই কষ্টে আছি ।
এসময় এলাকাবাসী রাস্তাটি মেরাতের জন্য স্থানীয় এমপি নুরুন্নবী চৌধুরী শাওন এর সূদৃষ্টি কামনা করেন ।