বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ইয়াবা সহ কলেজ ছাত্র আটক
লালমোহনে ইয়াবা সহ কলেজ ছাত্র আটক
লালমোহন বিডিনিউজ : লালমোহনে মাদক সহ ইমাম হোসেন নামে এক যুবক আটক করেছে লালমোহন থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ভোলা চরফ্যাশন সড়কের কর্তারহাট এলাকায় ব্রীজের উপর থেকে তাকে ২০পিচ ইয়াবা ও ৮পুরিয়া গাজা সহ আটক করা হয়।
জানা গেছে চরফ্যাশন পৌরসভার মডেল পাড়া ৩নং ওয়ার্ডে শরিফ উল্যাহর ছেলে ইমাম হোসেন। সে চরফ্যাশন কলেজের অনার্স বানিজ্য বিভাগের ১ম বর্ষের ছাত্র। বুধবার বিকাল ৪টায় লালমোহন থানার এ,এস আই মাসুদ, দেলোয়ার ও ইউসুফ বিকাল ৪ টায় ইমাম হোসেন কে কর্তার হাট সংলগ্ন কালভার্টের উপর থেকে আটক করে ।
লালমোহন থানার ভারপাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।