মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে মৎস্য অফিসারের সংবাদ সম্মেলন
বোরহানউদ্দিনে মৎস্য অফিসারের সংবাদ সম্মেলন
লালমোহন বিডিনিউজ ,বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উদ্যাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করেন বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুস। মঙ্গল বার সকাল ১১ঘটিকার সময় তার নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। এসময়ে তিনি বলেন, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা গনতন্ত্রের মূত প্রতিক শেখ হাসিনার একান্ত প্রচেষ্ঠায় ও দূঢ়র্দশী পদক্ষেপ এর ফলে অভূতপূর্ব সফলতা আসছে যা
সমুদ্র বিজয়, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের ফলে তথ্য ও নতুন নতুন প্রযুক্তি তাৎক্ষনিক ভাবে গ্রাম গঞ্জের মৎস্য চাষী সহ সকল স্তরের জনগনের নিকট পৌছে যাওয়ার মৎস্য উৎপাদন সংরক্ষন বাজার জাত করন সহ সকল কার্যক্রম সহজতর হওয়ায় মৎস্য সেক্টরে অভূতপূর্ব সাফল্য আনছে। যার পরিপেক্ষিতে বাংলাদেশ সারা বিশ্বে মাছ চাষে ৪র্থ স্থান লাভ করেছে।
তিনি আরো বলেন, মা ইলিশ রক্ষা ও সংরক্ষন ,ঝাটকা সহ সকল ধরনের মাছের ডিম ,রেনু পোনা সম্মিলিত বিশেষ অভিযান পরিচালনা করে মাছের উপাদন বৃদ্ধি সহ মানুষের দেহের প্রানিজ আমিষের অভাব পুরনের লক্ষে বিভিন্ন প্রকল্প গ্রহন করেছেন যা ইউনিয়ন পর্যায়ে মুক্ত জলাশায়ে পোনা মাছ অবমুক্তি জলাশায় উন্নয়ন ও ব্যাবস্থাপানায় অন্যান্য পদপেক্ষ গ্রহন
করা হয়েছে।
তিনি আরো বলেন, ইতিমধ্যে বিলুপ্ত প্রজাতির মাছ পুনরুদ্ধারের জন্য ভিবিন্ন পদক্ষেপ গ্রহন গুলসা, পাবদা, হ্যাচারী, নার্সারী সহ বিভিন্ন পর্যায়ে গবেশনাঘারে হ্যাচিংয়ের মাধ্যমে জাত পুনরুদ্ধারে এর ব্যাবস্থা গ্রহন করেন বর্তমান সরকার। মৎস জীবিদের বিকল্প কর্মসংস্থান বিশেষ ভি জি এফ প্রদানের ব্যবস্থা পরিচিতি ও নিরাপত্তার জন্য আই ডি কার্ড সহ জেলেদের পরিচয় পত্র প্রদানের ব্যাবস্থা করেছেন।
তিনি আরো বলেন, উৎপাদিত চিংড়ি বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রা আয়ের জন্য আর্ন্তাজাতিক সংস্থার সাথে নব নব চুক্তি সম্পাদন করেছেন। যা বাস্তবায়িত হয়েছে। এর মাধ্যমে দেশ অর্থনৈতিক ভাবে অগ্রগতি হয়েছে।