সোমবার, ১৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » বঙ্গোপসাগরে জলদস্যু হামলায় নিহত ১ জেলেসহ আহত ২০ জেলে উদ্ধার, জেলে পরিবারে শোকের মাতম
বঙ্গোপসাগরে জলদস্যু হামলায় নিহত ১ জেলেসহ আহত ২০ জেলে উদ্ধার, জেলে পরিবারে শোকের মাতম
লালমোহন বিডিনিউজ ,সীমান্ত হেলাল মনপুরা : বঙ্গোপসাগরে দস্যু হামলার ঘটনায় সাগরে ভাসতে থাকা মনপুরার এফ.বি শারমিন ট্রলারটি সহ আহত ২০ জেলে ও নিহত ১ জেলের লাশ ১৭ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।
রবিবার রাত সাড়ে ১০ টায় একই কোম্পানীর আরেকটি ট্রলার সাগর থেকে তাদের উদ্ধার করে মনপুরার রিজিরখালে নিয়ে আসে। পরে রাত সাড়ে ১০ টায় আহত জেলেদের হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে সোমবার সকালে নিহত জেলে মহসিন (৪৫) এর লাশ ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান ওসি শাহীন খান।
এদিকে দস্যু হামলায় সাগরে ভাসতে থাকা ট্রলারটি সহ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড ও পুুলিশ প্রশাসন কোন পদক্ষেপ গ্রহন না করায় জেলেদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
ট্রলারের বশির সারেং অভিযোগ করেন, সাগরে জেলে ট্রলার দস্যু হামলাসহ কোন প্রাকৃতিক দূর্যোগে পড়লে কোস্টগার্ড কখন উদ্ধার করতে আসেনা।
এদিকে জলদস্যুদের গুলিতে নিহত জেলে মহসিনের লাশ মনপুরায় আসলে পরিবারের সদস্যদের মাঝে কান্নার রোল পড়ে যায়। স্বজনদের আহাজারীতে শোকের মাতম বইছে এলাকাজুড়ে।