সোমবার, ১৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলার সেরা কলেজ জাতীয়করনের দাবিতে মানববন্ধন সমাবেশ
ভোলার সেরা কলেজ জাতীয়করনের দাবিতে মানববন্ধন সমাবেশ
লালমোহন বিডিনিউজ,ভোলা প্রতিনিধি : ভোলা জেলার সেরা ও শ্রেষ্ঠ শিক্ষা পিঠ হয়েও জাতীয় করণ থেকে বাদ পড়ায় ক্ষোভ জানিয়ে সরকারি করার দাবিতে সোমবার মানববন্ধন সমাবেশ করেছে বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের কয়েক হাজার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদ। সোমবার দুপুরে উপশহর বাংলাবাজারের সমাবেশে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য ব্যবসায়ী মোঃ কামাল হোসেন, অভিভাবক মোঃ খোকন, শিক্ষকদের মধ্যে আবুল বাশার, এবিএম আব্দুস সাত্তার, অমিতাভ অপু , মাকসুদুর রহমান, ফিরোজা বেগম, , বাকের খান, মোঃ আলমগীর, বিল্লাল হোসেন, খাদিজা আক্তার, ধ্রুব হাওলাদার, প্রমুখ । বর্তমানে এ কলেজে ৩ হাজার ২শ শিক্ষার্থী অধ্যয়নরত। ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের সেরা তালিকায় রয়েছে এ কলেজ। টানা ১৮ বছর জেলার সেরা কলেজ হিসেবে স্বীকৃত। অধ্যক্ষকের দাবি এ কলেজ থেকে প্রতি বছর সরকার কোটি টাকার রাজস্ব আদায় করতে পারবে। একই সঙ্গে সব উপজেলা থেকে কলেজ সরকারি করা হলেও ভোলা সদর থেকে কোন কলেজকে সরকারি করণের তালিকাভূক্ত করা হয় নি। শিক্ষকরা বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ৩ উপজেলার পশ্বাতপদ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ করে দিতে ১৯৯৭ সালে এ কলেজ প্রতিষ্ঠা করেন। সেই থেকেই কলেজটি লেখাপড়ার মানে সেরা তালিকায় রয়েছে।