শনিবার, ১৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পুলিশ প্রশাসনের উদ্যেগে শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবিরোধী প্রচার
লালমোহনে পুলিশ প্রশাসনের উদ্যেগে শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবিরোধী প্রচার
লালমোহন বিডিনিউজ ,মিজানুর রহমান লিপু : লালমোহনে পুলিশ প্রশাসনের উদ্যেগে স্কুল, কলেজে ও মাদ্রাসা সমুহে জঙ্গিবিরোধী প্রচারনা শুরু করা হয়েছে। গত ১৬ জুলাই শনিবার সকাল ১০ টা থেকে লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ও ভোলা জেলার লালমোহন সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসায় জঙ্গিবিরোধী প্রচারনা চালানো হয়। প্রচারনার চালানো হয় লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ডের কামিল মাদ্রাসা, লাঙ্গল খালীতে ইসলামী মডেল ক্যাডেট মাদ্রাসা ও পৌরভবন সংলগ্ন মেহেরগঞ্জ সামছুল উলুম কাওমী মাদ্রাসায়।অতিথীরা প্রতিষ্ঠান সমুহের ছাত্র ছাত্রীদের মধ্যে জঙ্গি বিরোধী কর্মকান্ডের বিভিন্ন কুফল নিয়ে আলোচনা করেন। তারা বলেন,ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম ধর্মের নামে নিরিহ মানুয়ের প্রানহরনকারীদের ইসলাম গ্রহন করেনা।কিছু বিপদগামী লোক ইসলামের নামে শান্তির ধর্মকে কুলষিত করার জন্য জঙ্গি কর্মকান্ড চালাচ্ছে। এব্যাপারে ছাত্র শিক্ষক সহ সকলকে সচেতন থাকার অনরোধ জানানোর পাশাপাশি কোন শিক্ষার্থী অথবা ব্যাক্তির চলাফেরা সন্দেহ জনক হলে দ্রত পুলিশ প্রশাসনকে জানাতে অনুরোধ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আঃ মালেক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দিদারুল ইসলাম অরুন সহ বিভিন্ন পেশার নেতুবৃন্দ। এব্যাপারে লালমোহন সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, পুলিশের পক্ষ থেকে সকল স্কুল , কলেজ, মাদ্রাসায় জঙ্গিবিরোধী প্রচারনা চালানো অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জেলার সকল স্কুল ,কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জঙ্গি বিরোধী প্রচারনা চালিয়ে শিক্ষার্থী সহ সকল পেশার মানুষকে সচেতন করা হবে।