শুক্রবার, ১৫ জুলাই ২০১৬
প্রথম পাতা » শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে আগামী কাল
দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে আগামী কাল
লালমোহন বিডিনিউজ : সারাদেশে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী দুই কোটি শিশুকে শনিবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ১ লাখ ২০ হাজার স্থায়ী ক্যাম্পসহ ভ্রাম্যমাণ অতিরিক্ত ২০ হাজার কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদের ভরা পেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। কাঁচি দিয়ে ভিটামিন-এ ক্যাপসুলের মুখ কেটে ভেতরে থাকা তরল ওষুধ চিপে খাওয়ানো হবে। জোর করে বা কান্নারত অবস্থায় ক্যাপসুল খাওয়ানো যাবে না।
জাহিদ মালেক বলেন, ‘ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে অবস্থান করবে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে তিনজন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।’