শুক্রবার, ১৫ জুলাই ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
চরফ্যাশনে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনে সানজিদা (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৪জুলাই) সকালে ময়না তদন্তের জন্য মৃতদেহটি ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত সানজিদা উপজেলার আবুবক্কর পুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাসেমের ছেলে মিলনের স্ত্রী। তার বাবার বাড়ি বি.বাড়িয়া জেলায়।
পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সানজিদাকে ঘরের ভিতর আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয় লোক জন পুলিশে খবর দেয়।
চরফ্যাশন থানার উপ-পরিদর্শক(এসআই) আ. শহিদ বলেন, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। তবে এটি হত্যা না আত্মহত্যা তা পোস্টমডেম রিপোর্ট আসলে বলা যাবে।এটি হত্যা না আত্মহত্যা এটা নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে। তবে এ ঘটনার পর থেকে স্বামী মিলন ও তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে বলে এলাকাবাসী জানায়।চরফ্যাশন থানার অফিসার ইনর্চাজ(ওসি)মু.এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।