
মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে ওয়ারেন্টের ভুক্ত আসামী সহ ৬ জনকে ছেড়ে দিল পুলিশ
তজুমদ্দিনে ওয়ারেন্টের ভুক্ত আসামী সহ ৬ জনকে ছেড়ে দিল পুলিশ
লালমোহন বিডিনিউজ ,তজুমদ্দিন প্রতিনিধি: তজুমদ্দিনের চর জহিরউদ্দিন তদন্ত কেন্দ্রের পুলিশ জুয়ার আসরে হানা দিয়ে ৬ জনকে আটকের ৩ ঘন্টা পর সমঝোতা করে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এদের মধ্যে একজন পুলিশের উপর হামলার ঘটনায় মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীও রয়েছে।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২ টার দিকে চরজজির উদ্দিনের বরিশাল ঘাটে নৌকায় জুয়ার আসর চলছে এমন সংবাদ পেয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ছয় জুয়ারীকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসেন।
আটককৃতরা হলো ওই চরের বাসিন্দা আব্দুর রসিদ টুনুর ছেলে মো.মন্জু (২৮), মৃত নুর ইসলামের ছেলে আ.রব (৩০), জয়নাল গাছীর ছেলে নাজু গাছী (৩২), সৈয়দ মাঝির ছেলে জাহাঙ্গীর (৩৩), ইসলাম মাঝির ছেলে শাহজাহান (৩৫) ও নুর উদ্দিন (২৭)। এদের মধ্যে মন্জুর বিরুদ্ধে সিডার চর এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় মামলার ওয়ারেন্ট রয়েছে। আটককৃতদের সাথে গোপন সমঝোতা করে বিকেল ৫ টার দিকে এসআই ইকবাল চরের বরিশাল খাল নামক মাছ ঘাটের কেরানী জাহাঙ্গীরের জিম্মায় ছেড়ে দেয়।
এব্যাপারে এসআই ইকবাল হোসেন বলেন, ‘তারা সবাই মিলে কলব্রিজ খেলছিল। সেখানেই তাদের রেখে আসি। মনজুর বিরুদ্ধে কোন ওয়োরেন্ট আমার কাছে নেই। ওয়ারেন্টের কাগজ ভুল বসত দৌলতখান থানায় চলে যেতে পারে’। ওই থানায় যোগাযোগ করা হয়েছে কিনা তা জানতে চাইলে তিনি আরো বলেন, ‘আমি ওই থানার অধিনে নয়। যা করেছি উপরের কর্তৃপক্ষের সাথে আলাপ করেই করেছি’। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ একেএম শাহিন মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ছয় জনকে আটকের সংবাদই তো ক্যাম্প পুলিশ আমাকে জানায়নি, ছেড়ে দেয়ার তো প্রশ্নই আসতে পারেনা। বিষয়টি যাচাই করে দেখছি, সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে’।