সোমবার, ১১ জুলাই ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পিতাকে কুপিয়ে মেয়ে নিয়ে ধর্ষণ
চরফ্যাশনে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পিতাকে কুপিয়ে মেয়ে নিয়ে ধর্ষণ
লালমোহন বিডিনিউজ , চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মাদ্রসা ছাত্রীর পিতাকে কুপিয়ে জখম করে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণে অভিযোগে মামলা হয়েছে। রবিবার রাতে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে চরফ্যাশন থানায় এ মামলা দায়ের করেন। থানা পুলিশ মামলার প্রধান আসামী মিজান কে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।
মামলার বিবরণে বাদী অভিযোগ করেন, বাদীর মাদ্রাসায় দশম শ্রেণীতে পড়–য়া ১৫ বছর বয়সী মেয়ে আসামী মিজানের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া গত ৩ জুলাই রাত ১ টার সময় মিজানসহ অজ্ঞাত ৩/ ৪ জন তার রান্না ঘরের টিন কেটে ঘরে প্রবেশ করে। ওই সময় বাদী টের পেলে আসামী তাকে কুপিয়ে আহত করে এবং তার ছেলেকে বেধে রেখে মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে ঘরের পিছনেরর বাগানে নিয়ে ধর্ষণ করেন। আসামীরা যাওয়ার সময় স্বর্ণালংকার ও মোবাইল সেট নিয়ে যায়। পরে বাদীর স্বজনরা বাদীকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মু. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।