লালমোহনে স্বর্ণের দোকানে ডাকাতি
লালমোহন বিডিনিউজ ,লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে স্বর্ণের দোকানে হানা দিয়ে এক ব্যবসায়ীকে সর্বশান্ত করে দিয়েছে ডাকাতের দল। গত বুধবার রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের মৌলবী/চৌমুহনি বাজারের মা জুয়েলার্সে এ ঘটনা ঘটে। এঘটনায় লালমোহন থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
স্বর্ণ ব্যবসায়ী খোকন জানান, বুধবার রাতে প্রতিদিনের ন্যায় সে দোন বন্ধ করে বাড়িতে যায়। রাতের যে কোন সময় দোকানের পিছরের গ্রিরিল ভেঙ্গে ডাকাতরা দোকানে ডুকে স্টেলের আলমারীর তালা ভেঙ্গে সাড়ে ৭ ভরি স্বর্ণের জিনিস, ৭৫ ভরি রূপা ও নগদ ২৩ হাজার টাকা নিয়ে যায়। তিনি আরো বলেন, আমি সর্বশান্ত হয়ে গেছি। তবে ডাকাতির ঘটনার সাথে বাজার পাহারাদার হারিস জড়িত বলে দাবি করেন। এবিষয়ে পাহারাদার হারিস বলেন, আমি বাজার পাহারায় ছিলাম, কখন ডাকাতির বিষয়টি কখন হলো ঠিক টের পেলাম না।
ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির বিষয়টির সাথে কারা জড়িত তা বের করার চেষ্টা চলছে।