শনিবার, ৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ইউপি সদস্যর ভাই কতৃক ৪ সন্তানের জননীকে ধর্ষন । আটক-২
লালমোহনে ইউপি সদস্যর ভাই কতৃক ৪ সন্তানের জননীকে ধর্ষন । আটক-২
লালমোহন বিডিনিউজ : লালমোহনে ৪ সন্তানের জননী কে ধর্ষন করার অভিযোগে মোঃ সোহাগ মাল ও মোঃ আব্বাছ মাল নামের দুই জন কে আটক করেছে লালমোহন থানা পুলিশ ।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালমা ইউনিয়ন চর ছকিনা ৫নং ওয়ার্ড আনিচল হক মাল বাড়ীর মোঃ কবির মালের স্ত্রী ৪ সন্তানের জননী কে শুক্রবার রাত আনুমানিক ১টার সময় পার্শ্ববর্তী মাল বাড়ীর কাঞ্চন মালের ছেলে ও বর্তমান মেম্বার ফারুক মালের ছোট ভাই মোঃ সোহাগ মাল ও মোঃ আলতাফ মালের ছেলে মোঃ আব্বাছ মাল নির্জন ঘরে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষন করে ।
কবির মাল জানান, শুক্রবার আমি আমার নাজিরপুর এলাকার বাড়ীতে থাকার সুযোগে তারা এমন ঘটনাটি ঘটিয়েছে । লোকলজ্জার ভয়ে আমার স্ত্রী অন্য কাউকে কিছু না বলে শনিবার সকালে আমাকে মোবাইলে ঘটনাটি জানালে আমি তাকে নিয়ে প্রথমে লালমোহন হাসপাতাল ও পরবর্তীতে লালমোহন থানায় মামলা দায়ের করি । মামলা নং ৩ । তারিখ ০৯-০৭-২০১৬ ।
এ ব্যাপারে লালমোহন থানার এস আই অলোক জানান, বাদীর অভিযোগ পেয়ে আমরা আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসি ।
এ ব্যাপারে লালমোহন থানা অফিসার ইনচার্জ হুমায়ন কবিরের মূঠোফোনে জানতে চাইলে তিনি জানান, এ মামলার ২জন আসামীদের কে গ্রেফতার করা হয়েছে । আগামীদিন তাদের কে কোর্টে প্রেরন করা হবে ।