শনিবার, ৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় নদী ভাঙ্গন রোধে মানববন্ধন, দুই ঘন্টা কর্মবিরতি
মনপুরায় নদী ভাঙ্গন রোধে মানববন্ধন, দুই ঘন্টা কর্মবিরতি
লালমোহন বিডিনিউজ ,সীমান্ত হেলাল, মনপুরা : যেই দ্বীপ নিয়ে স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এখানেই চিন্তানিবাস গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। যেখানে বসে শিল্পাচার্য জয়নুল আবেদীন এঁকেছিলেন বিশ্ববিখ্যাত চিত্রকর্ম “মনপুরা-৭০“। সেই দ্বীপের নাম মনপুরা। আর বঙ্গবন্ধুর স্বপ্নের দ্বীপ মনপুরা আাজ মেঘনার করাল গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে। সহায় সম্বলহীন মনপুরার মানুষের চোখের জলে যেন বিলীন হয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নগুলো।বঙ্গবন্ধুর স্বপ্নগুলোকে রক্ষার দাবী নিয়ে, শিল্পাচার্যের ছবির মতো অপরূপ সুন্দর মনপুরাকে রক্ষার দাবী নিয়ে সর্বস্তরের মানুষ করেছে মানববন্ধন। ৯ জুলাই শনিবার মনপুরার হাজীর হাট বাজারে সকল ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালত এবং সর্বপ্রকার শ্রমজীবী মানুষ কর্মবিরতি দিয়ে এই মানববন্ধনে অংশগ্রহন করেন। ঢাকাস্থ সরকারী তিতুমীর কলেজ ছাত্র কল্যান পরিষদ মনপুরা এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
“আর কোন দাবী নাই, নদীভাঙ্গন রোধ চাই। মেঘনার করাল গ্রাস থেকে মনপুরাকে বাঁচাও। নদীভাঙ্গন রোধ চাই, নিরাপদে বাঁচতে চাই। আমরা পরিচয়হীন হতে চাইনা। মনপুরাকে বাঁচাও। আমরা বাঁচতে চাই।“ এইসব কথাগুলো প্রানের দাবী হয়ে ভেসে বেড়িয়েছে ব্যানার, ফেস্টুন আর প্লাকার্ডে। মনপুরাকে মেঘনার ভাঙ্গন থেকে রক্ষার দাবী নিয়ে সর্বস্তরের মানুষের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন।
যেখানে সারাবিশ্বে বইছে ঈদের আমেজ। আর সেই মূহুর্তে ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে ভোলা জেলার মেঘনা বেষ্টিত দ্বীপ উপজেলা মনপুরার মানুষের। রাক্ষসী মেঘনার করাল গ্রাসে দিন দিন ছোট হয়ে আসছে ভোলা জেলার প্রাচীন দ্বীপ মনপুরা। ভিটেমাটি হারিয়ে মানুষ হয়ে যাচ্ছে নি:স্ব। মনপুরার সহায় সম্বলহীন মানুষের আর্তনাদে ভারী হয়ে উঠছে আকাশ বাতাস। যেন দেয়ারে পিঠ ঠেকে গেছে মনপুরাবাসীর। তাইতো তুমুল বর্ষা উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে মানববন্ধনে উপস্থিত হয়েছেন মনপুরাকে নদী ভাঙ্গন থেকে রক্ষার দাবী নিয়ে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এ. কে. এম. শাহজানান, সাংগঠনিক সম্পাদক মো বায়েজিদ কামাল, মুক্তিযোদ্ধা সংসদ ডেপোটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শাহীন খান, মনপুরা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলম, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির, হাজীর হাট হেসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওরানা মোছলেহ উদ্দিন, ১ নং মনপুরা ইউনিয়ন চেয়ারম্যান মো আলাউদ্দিন হাওলাদার, ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো জাকির হোসেন, ৪ দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল, প্রেসক্লাব সভাপতি এম. আলমগীর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মিলন মাতাব্বর, হাজীর হাট বাজার কমিটির সাধারন সম্পাদক মো মহিউদ্দিন মিয়া, সরকারী তিতুমীর কলেজ ছাত্র কল্যান পরিষদ মনপুরা উপজেলার সভাপতি ও বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার আনোয়ার হোসেন কবিরসহ ঢাকা কলেজ ছাত্র কল্যান পরিষদ মনপুরা, বাংলা কলেজ ছাত্র কল্যান পরিষদ মনপুরা, পুসাম, সুপ্রস, বরিশাল ছাত্র কল্যান পরিষদ, ভোলা ছাত্র কল্যান পরিষদ, চট্টগ্রাম ছাত্র কল্যান পরিষদ মনপুরার সর্বস্তরের মানুষ।