বৃহস্পতিবার, ৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » ধর্ম-কর্ম | শিরোনাম | সর্বশেষ » শোলাকিয়ায় হামলা: আওয়ামী লীগ নেতাসহ আটক ৪,আব্দুল হান্নান ভূইয়ার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও র্যাব
শোলাকিয়ায় হামলা: আওয়ামী লীগ নেতাসহ আটক ৪,আব্দুল হান্নান ভূইয়ার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও র্যাব
লালমোহন, কিশোরগঞ্জ: শোলাকিয়া ঈদগাহে টহলরত পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় এক আওয়ামী লীগ নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
বোম হামলা ও গোলাগুলির পর সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে এমন সন্দেহে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও করিমগঞ্জের গুণধর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান ভূইয়া বাবুলের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও র্যাব।
পুলিশ ওই বাড়ি থেকে বাবুলসহ আরও তিনজনকে আটক করেছে। এছাড়া সন্ত্রাসী সন্দেহে আরও একজনকে আটক করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি।
ঘিরে রাখা বাড়িটি শোলাকিয়া মাঠ-সংলগ্ন আজিমুদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের কাছে। নিরাপত্তা বাহিনী আশঙ্কা করছে, হামলার পর সন্ত্রাসীরা এই বাড়িতে আশ্রয় নিয়েছে।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু সায়েম বলেন, আমাদের সন্দেহ হচ্ছে সন্ত্রাসীর হামলার পর এই বাড়িতে আশ্রয় নিয়েছে। এই বাড়ির মালিক আওয়ামী নেতাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ঈদগাহে টহলরত পুলিশের ওপর বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। এঘটনায় জহিরুল ও আনসারুল নামে দুই পুলিশ সদস্য ও এক হামলাকারী নিহত হয়।